জনগণকে করোনা থেকে রক্ষায় গণপরিবহন চালু হয়নি : শাজাহান খান

Passenger Voice    |    ১০:৩১ পিএম, ২০২০-০৫-২৩


জনগণকে করোনা থেকে রক্ষায় গণপরিবহন চালু হয়নি : শাজাহান খান

দেশের জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাবেক নৌমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপজেলার মৌলভী আচমত আলী খান মিলনায়তনে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে পৌর ছাত্রলীগ।

শাজাহান খান বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। একটা প্রাইভেটকার ও মাইক্রোবাসে ইচ্ছা করলেও সিটের বেশি মানুষ বসতে পারে না। গণপরিবহনের মতো যাতায়াত করতে পারে না।’

এ সময় দেশের জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয় নাই বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, ‘এতে মধ্যবিত্তদের হয়তো বাড়ি আসতে একটু সমস্যা হবে। তবে তারাই ভালো থাকবে, সুস্থ থাকবে।’

এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করবেন বলেও জানান শাজাহান খান। তিনি বলেন, ‘ঈদে কারও বাড়ি যাবো না। কারণ, আমি-আমরা জানি না কার করোনা আছে আর কার নাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ আ ফ ম ফুয়াদ, মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান নিটুল খন্দকার, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, ছাত্র নেতা মো. রিপন হাওলাদার প্রমুখ।